উদয়পুর, 19/09/2025, নিজস্ব প্রতিনিধি : উদয়পুর - অমরপুর সড়কে রুটিন নাকা চেকিং চালানোর সময় পাঁচজন অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করল মহারানী ফাঁড়ির পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উদয়পুর মহারানী ফাঁড়ি থানার অন্তর্গত মহারানী নাকা পয়েন্টে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মহারানী নাকা পয়েন্টে মহারানী ফাঁড়ি থানার পুলিশ রুটিন তল্লাশির জন্য যানবাহন আটকাচ্ছিলো, সেই সময় আগরতলা দিকে যাওয়া একটি অটোরিকশাকে থামানো হয়। অটোতে থাকা পাঁচজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করে যে, তারা শিলাছড়ি থেকে আগরতলা দিকে যাচ্ছিল এবং তারা বাংলাদেশি নাগরিক। এরপরই পুলিশ তাদের আটক করে। আটক হওয়া যুবকদের নাম গোলাম রাব্বালি (26), মোহাম্মদ সাগর আলী (18), শামসুল হক (58), সুমন রেজা (32), শাকিল শেখ (23) বলে জানা গেছে। বর্তমানে তাদের রাধা কিশোরপুর থানায় নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কীভাবে এবং কী উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় সীমান্তে নজরদারি নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে।