এ টি এম লুট করতে গিয়ে আটক উড়িষ্যার  যুবক।
রাজ্য

এ টি এম লুট করতে গিয়ে আটক উড়িষ্যার যুবক।

কুমারঘাট, 26/09/2025, নিজস্ব প্রতিনিধি : এটিএম লুট করতে গিয়ে আটক হয় উড়িষ্যার এক যুবক। ঘটনার বিবরনে জানা যায়, গতকাল রাতে কুমারঘাট থানা এলাকার রতিয়াবাড়িতে ভারতীয় স্টেট ব্যাংকের এটিএম এ লুটপাট করার উদ্দেশ্যে উড়িষ্যার যুবক প্রিতেশ কুমার প্রধান এটিএম এর সিসি ক্যামেরা ভাঙচুর করে এটিএমটি খোলার চেষ্টা করছিলো। সেই সময় ভারতীয় স্টেট ব্যাংকের প্রধান কার্যালয় মুম্বাই থেকে কুমারঘাট থানায় ফোন আসে, সেই মোতাবেক কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিতেশ কুমার কে আটক করে। প্রিতেশ কুমার প্রধান পরিযায়ী কর্মী হিসেবে কুমারঘাট এর সৎসঙ্গ বিহার মন্দির নির্মানের কাজে নিযুক্ত বলে জানা যায়।