আগরতলা, 15/04/2025,ডেস্ক রিপোর্ট : আবারো আইসিসিতে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার আইসিসির তরফ থেকে জানানো হয়, পুরুষদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। এই কমিটি বিশ্বজুড়ে ক্রিকেটের গুণমান দেখভাল করা ও ভবিষ্যতের রূপরেখা নির্মাণের কাজ করবে। সৌরভ এর আগেও এই পদে ছিলেন। ২০২১ সালে প্রথম বার পুরুষদের ক্রিকেট কমিটির প্রধান হয়েছিলেন সৌরভ, তার আগে এই পদে ছিলেন অনিল কুম্বলে। তিনি তিন বছরের ম্যাচ সীমা পার করে দায়িত্ব ছাড়েন। এবার যে কমিটি তৈরি হয়েছে, সেখানে সৌরভ ছাড়াও আছেন তার প্রাক্তন সতীর্থ ভি ভি এস লক্ষণ। মোট ছয় সদস্যের এই কমিটিতে সৌরভ ও লক্ষণ ছাড়াও আছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান ডেসমন্ড হেইনস, প্রাক্তন ইংরেজ তারকা জোনাথন ট্রট, আফগানিস্তানের প্রাক্তন বোলার হামিদ হাসান এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তেম্বা বাভুমা। আইসিসির চেয়ারম্যান জয় শাহের পরামর্শেই এই কমিটি নির্বাচিত হয়েছে বলে জানা যায়।