বদরপুর রেল স্টেশনে ৪ টি পিস্তল সহ ২ যুবক আটক।#newsonlinetripura.com#
জাতীয়

বদরপুর রেল স্টেশনে ৪ টি পিস্তল সহ ২ যুবক আটক।#newsonlinetripura.com#

করিমগঞ্জ, আসাম 04/04/2022, নিজস্ব প্রতিনিধি : করিমগঞ্জ জেলার বদরপুর রেল স্টেশনে ৪ টি পিস্তল সহ ২ যুবক আটক। রবিবার রাত আনুমানিক ১০ ঘটিকায় সময় বদরপুর পুলিশের বিরাট সাফল্য। আটক হওয়া যুবকের নাম বিহার রাজ্যের মুঙ্গের জেলার সুমন কুমার ২৯ বছর ও শাপলা জেলার বিকাশ কুমার তিওয়ারি ৩২ বছর। জানা গেছে গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে ট্রেন না পাওয়ার কারণে বদরপুরের একটি নব নির্মিত একটি ব্রিজে বসে সময় কাটাচ্ছে ধৃতরা। হঠাৎ করে রেলওয়ে পুলিশের নজরে পড়ে। রেলওয়ে পুলিশ ব্রিজের সামনের দিকে এগিয়ে গেলে ধৃতরা পালানোর চেষ্টা করে। কিন্তু তাদের পালানো ব্যর্থ হয়। পুলিশের দৌড় ঝাপের পরে ধৃতদেরকে আটক করতে সক্ষম হন। ধৃতদের একটি ব্যাগ তল্লাশি চালিয়ে চার টি (৭.৬৫) পিস্তল এবং ৮ টি ম্যাগাজিন (৭.৬৫) ইনলয়েট ইমোশনাল উদ্বার করতে সক্ষম হয় রেলওয়ে পুলিশ। তবে এই ঘটনায় বদরপুর রেলওয়ে স্টেশন বিরাট চাঞ্চল্য দেখা দিয়েছে। ধৃতদেরকে আটক করতে সহযোগিতা করেন বদরপুরের আরপিএফ। পরে সঙ্গে সঙ্গে বদরপুর জিআরপি থানায় ধৃতদের কে নিয়ে আসা হয়।