আগরতলা, 16/06/2022, নিজস্ব প্রতিনিধি : রেলপথের পর সড়কপথেও যোগাযোগ বিচ্ছিন্ন ত্রিপুরা....
মেঘালয়ের সোনারপুর এলাকায় জাতীয় সড়কে ধ্বস নেমে আসামের বরাক ভ্যালি, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের সাথে দেশের মূল ভূখণ্ডের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুধবার থেকে টানা বর্ষণে মেঘালয়ের সোনারপুরে জাতীয় সড়কের মাটি নরম হতে থাকে, আজ বৃহস্পতিবার ওই এলাকায় ধ্বস নেমে জাতীয় সড়ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মালবাহী লড়ি ও একটি ছোট যাত্রী বাহী গাড়ি ধসের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে যায়। অবিরাম বর্ষণের ফলে উদ্ধারকার্য ও সড়ক মেরামতের কাজে হাত লাগাতে পারছেন না প্রশাসন।