টিকিট কাউন্টার সময়ে না খোলায় শত শত যাত্রী ভোগান্তির শিকার।
রাজ্য

টিকিট কাউন্টার সময়ে না খোলায় শত শত যাত্রী ভোগান্তির শিকার।

আগরতলা, 27/03/2024, নিজস্ব প্রতিনিধি : টিকিট কাউন্টার কর্মীদের গাফিলতির কারনে রেল দপ্তরের রাজস্ব যেমন মার খায়, ঠিক তেমনি ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।

রাজধানী আগরতলার বাধারঘাট স্থিত রেল স্টেশন রাজ্যের একটি প্রধান রেলস্টেশন বলা যেতে পারে। কিন্তু এবার এই রেলস্টেশনেই ঘটলো এক আজব কান্ড। ঘটনার বিবরনে জানা যায়, প্রত্যেকদিনের ন্যায় আজ অর্থাৎ বুধবার ভোর ৫টা ২৫ মিনিটে আগরতলা বাধারঘাট স্টেশন থেকে উদয়পুরের একটি ডেমু ট্রেন ছিল। সেই মোতাবেক শতশত যাত্রী আগরতলা থেকে উদয়পুর যাওয়ার জন্য ভোর আনুমানিক ৪টা থেকেই সংশ্লিষ্ট রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ভিড় জমায়, কিন্তু ভোর আনুমানিক ৪টা থেকে টিকিটের আশায় বসে থেকে রেল চলে আসলেও খুললো না টিকিট কাউন্টার। যার ফলে রেল স্টেশন কতৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার কারনে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তির শিকার শতশত যাত্রী। যার ফলে লাইনে দাঁড়িয়ে থাকা প্রায় যাত্রীদের মধ্যে একপ্রকার ক্ষোভের সঞ্চার হয়, অবশেষে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে রেল আসায় এবং তখনও টিকিট কাউন্টার না খোলায় একপ্রকার বাধ্য হয়েই বিনা টিকিটে আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেয় রেল যাত্রীরা। তবে যাত্রীদের মধ্যে ভীতি লক্ষ্য করা গেছে, কারণ গন্তব্যে পৌঁছে বিনা টিকেটের কারনে না আবার জরিমানায় আটকে পড়তে হয়।

এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বাধারঘাট রেল স্টেশন কতৃপক্ষের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নচিহ্নের জন্ম দিচ্ছে।