তরুণ তুর্কি শুভেন্দুর চমক!!!! চুরির কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার চোর সহ বাইক
রাজ্য

তরুণ তুর্কি শুভেন্দুর চমক!!!! চুরির কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার চোর সহ বাইক

আগরতলা, 28/03/2024, নিজস্ব প্রতিনিধি : তরুণ তুর্কি সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস কর্ম জীবনে অফিসার ইন চার্জ হিসেবে এম জি বাজার আউট পোস্টের দায়িত্ব পেয়েই চমক দিলেন এস পি কে।

 বাইক চুরির কয়েক ঘন্টার মধ্যেই বাইক উদ্ধার করে চমকে দিলেন খোদ এস পি কে।

নির্বাচনি আচরণ বিধির কারনে বদলি নীতিতে এস পি ভরসা করে এম জি বাজার আউট পোস্টের দায়িত্ব তুলে দিয়েছেন পূর্ব থানার তরুণ তুর্কি সাব ইন্সপেক্টর শুভেন্দুর হতে, আর দায়িত্ব পেয়েই জ্বলে উঠে শুভেন্দু। পূর্ব থানার সহায়তায় বাইক চুরির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আসে সাফল্য।

আজ এই বিষয়ে জানাতে গিয়ে পূর্ব থানার ওসি সঞ্জীব সেন বলেন... ২৬ তারিখে বাইক গোলবাজার থেকে বাইক চুরির অভিযোগ পেয়েই এম জি বাজার আউটপোষ্টের ওসি শুভেন্দু দাস এলাকার সিসি টিভি ফুটেজ দেখে চোর কে সনাক্ত করেন, এবং পূর্ব থানার সহায়তায় সেই চোর কে আটক করেন।পরবর্তী সময় জিজ্ঞাসাবাদের মাধ্যমে আগরতলা রেল স্টেশন থেকে ৩জন চোর সহ ২টি বাইক আটক করল পূর্ব থানার পুলিশ। আজ তাদের কে রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি সঞ্জিত সেন।