নিগো বাণিজ্যে মন্ডল সভাপতির চোখ বিমান বন্দরের উপর
রাজ্য

নিগো বাণিজ্যে মন্ডল সভাপতির চোখ বিমান বন্দরের উপর

আগরতলা, 21/05/2024, নিজস্ব প্রতিনিধি : বিমানবন্দরে নিগো- বাণিজ্যে অসফল মন্ডল সভাপতি মুকুল।
জমি মাফিয়া দীপক দাস ও সঞ্জু সাহা কে সাথে নিয়ে আগরতলা এয়ারপোর্টে নিগো বাণিজ্য কায়েম করতে ব্যর্থ হয় ৪ বড়জলা  মন্ডলের সভাপতি মুকুল রায়। 
 সূত্র মারফত জানা যায় এই দুই মাফিয়া সহ প্রায় ১০০ জনের মতো বহিরাগতদের নিয়ে মন্ডল সভাপতি মুকুল রায় আগরতলা বিমানবন্দরের APD এর দেখা করার চেষ্টা করেন টাকার বিনিময়ে চাকরি বিক্রি করতে। সেই সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে প্রতিরোধ করতেই বচসা বাঁধে এলাকাবাসীদের সাথে। তখন তর্ক - বিতর্কে জানা যায়, বাগবাসা কমলপুর বিলোনিয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২৫০০০/ - ৩০০০০/ করে কমিশন নিয়ে মুকুল রায় স্থানীয়দের বঞ্চিত করে তাদের চাকরি দেওয়ার আশ্বাস  দেয়। 
 এলাকাবাসীর প্রতিরোধ ও এয়ারপোর্ট থানার হস্তক্ষেপে মুকুল রায় তার সাঙ্গপাঙ্গদের নিয়ে চলে যেতে বাধ্য হয়।
 এলাকাবাসীর প্রশ্ন , এলাকায় প্রচুর বেকার নাগরিক থাকা সত্ত্বেও কমিশনের লোভে বহিরাগতদের সুযোগ দেওয়া হচ্ছে কেনো?
 এই বিষয়ে মন্ডল সভাপতি মুকুল রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ না হওয়ায় ওনার বক্তব্য জানা যায়নি।