গাঁজা পাচারের মুক্ত করিডোর যোগেন্দ্র নগর রেলস্টেশন
রাজ্য

গাঁজা পাচারের মুক্ত করিডোর যোগেন্দ্র নগর রেলস্টেশন

আগরতলা, 20/06/2024, নিজস্ব প্রতিনিধি : গাঁজা পাচারের মুক্ত করিডোর যোগেন্দ্রনগর স্টেশন, নেই জি আর পি নেই পুলিশ।

জি আর পি ও পুলিশের অবহেলায় প্রতিদিন যোগেন্দ্রনগর স্টেশনদিয়ে চলছে গাঁজা পাচার।

 বৃহস্পতিবার সকাল ১১:৩০ টায় আগরতলা শিলচর এক্সপ্রেসে করে বহিরাগত কিছু গাঁজা পাচারকারি বহি:রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসতেই স্থানীয়রা জিআরপি কে খবর দিলে জিআরপির তরফ থেকে জানানো হয় লোকাল থানাকে খবর দিতে।

 পরবর্তী সময়ে লোকাল থানাকে খবর দিলে তারা আইনি ঝামেলার কারণে স্টেশনে আসতে চায় না। পরবর্তী সময় ট্রেন আসায় পাচারকারীরা ট্রেনে উঠতে সক্ষম হলেও দুইজন মহিলা পাচারকারী তাদের ব্যাগ ও তাদের মেয়েকে স্টেশনে ফেলেই পালিয়ে যায় । এর দীর্ঘ সময় বাদে কলেজ টিলা ফাঁড়ির ওসি এসে অনুমানিক পাঁচ কেজি গাঁজা সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায়।

 এই সময় স্থানীয়দের মধ্যে গুঞ্জন উঠতে শুরু করে যে জিআরপি ও পুলিশের উদাসীনতায় আজ বড় ধরনের গাঁজা পাচার রোধ করতে ব্যর্থ হয়।