টেস্টের পর একদিবসিয়  ক্রিকেটেও শেফালির উপর ভরসা মিতালীদের
খেলাধূলা

টেস্টের পর একদিবসিয় ক্রিকেটেও শেফালির উপর ভরসা মিতালীদের

আগরতলা, ২৭ জুন ২০২১,  নিজস্ব প্রতিনিধিঃ  
টেস্টে দুর্দান্ত অভিষেকের পর একদিনের ক্রিকেটেও  শেফালির  উপর ভরসা রাখছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিস্টলের মাঠে টেস্ট অভিষেক শেফালি বর্মার।  টেস্ট ক্রিকেটে ভারতীয় মহিলা দলের হয়ে অভিষেক ঘটিয়েছেন ৯৬ এবং ৬৩ রানের ইনিংস খেলে। সেই ব্রিস্টলের মাঠেই  রবিবার একদিনের ক্রিকেটে অভিষেক ঘটতে চলেছে শেফালির।  টেস্টের মতোই  কি একদিনের ক্রিকেটে ও  ধ্বংসাত্মক মেজাজেই দেখা যাবে ১৭ বছরের শেফালিকে?  ব্রিস্টলের মাঠেই টেস্ট  বুঝিয়ে দিয়েছে সাদা বলের একদিবসিয় ক্রিকেটেও খুব সহজে তাদের ছাড়বে না মিতালী রাজের মেয়েরা। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর অতিক্রম করতে চলেছেন মিতালী। তাঁর কেরিয়ারের শেষের দিকে দাঁড়িয়ে মিতালী দেখেছেন শেফালি বর্মার উত্থান।