দ্বিতীয় আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায়
খেলাধূলা

দ্বিতীয় আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় "এক্সবেটিক" যোগায় প্রথম স্হান অর্জন কৈলাসহরের আসরফ আলি ও তাহিরা আহম্মেদ।

কৈলাশহর, 28/12/2021, নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় "এক্সবেটিক"
যোগায় প্রথম স্হান অর্জন করে কৈলাশহরের ছাব্বিশ বছরের আসরফ আলি ও একুশ বছরের তাহিরা আহম্মেদ। একই সাথে হৃদমিক যোগায় পনেরো বছর উর্দ্দ গ্রুপে এককভাবে দ্বিতীয় স্হান অধিকার করে তাহিরা আহম্মেদ ও অনুর্দ্দ ১৫ গ্রুপে তৃতীয় স্হান অধিকার করে আগরতলার শোলাঙ্কি বনিক। দশ ডিসেম্বর প্রতিযোগিতার ফল প্রকাশিত হওয়ার পর গত কুড়ি ডিসেম্বর কলকাতায় পুরস্কার বিতরনী অনুষ্টানে তারা পুরস্কার, মানপত্র ও মেডেল গ্রহন করেন। পুরস্কার বিতরনী অনুষ্টানে রাজ্যে যোগার তরফে উপস্হিত ছিলেন ম্যানেজার স্বপন চন্দ। 
ঊনিশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর কোভিড পরিস্হিতির কারনে অনলাইনে যোগায় অংশ নেন প্রতিযোগিরা। যোগা এরো ও কলকাতার  ফিটপয়েন্ট  সংস্হার ব্যাবস্হাপনায় এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় ভারত সহ মোট পনেরোটি দেশের ১২০০ প্রতিযোগী অনলাইনে প্রতিযোগিতায় অংশ নেন। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় এক্সবেটিক যোগায় অংশ নেয় কৈলাশহর  আসরফ যোগা সেন্টারের পাঁচ জন প্রতিযোগি। সোমবার সন্ধ্যায় কৈলাশহর  প্রেসক্লাবে আসরফ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাদের সাফল্যের তথ্য তোলে ধরেন। তরুন যোগা আসরফ আলি সংবাদমাধ্যমকে জানান,আমরা প্রথমে কৈলাশহর  শহরের উনকোটি কলাক্ষেত্রে এক্সবেটিক যোগা মানে ডুয়েট যোগা প্রদর্শন করে বিডিও করে অনলাইনে নির্বাচকদের কাছে পাঠাই। পরে যোগা বিশেষজ্ঞ টিম বসে ফলাফল প্রকাশ করে। সে আরো জানায়- প্রতিটি মানুষের সুসাস্হ্য ও শরীর সতেজ রাখার জন্যে যোগার প্রয়োজন। আমাদের যেকোন রোগ হলে প্রথমে রোগ সারাইয়ের জন্যে ঔষধের কথাই প্রথমে মনে আসে। কিন্তু  যোগার অভ্যাস এমনি যে, যোগাতেই সব রোগের চিকিৎসা সম্ভব। তাতে কোন ঔষধের প্রয়োজন পড়ে না। আসরফ আরো জানায়-এবছর আন্তর্জাতিক যোগায় তিন ধরনের প্রতিযোগিতা হয় এক্সবেটিক যোগা, হৃদমিক যোগা ও আর্টটিষ্ট যোগা। নতুন বছরে থাইল্যান্ড-এ পরবর্তী যোগা প্রতিযোগিতায় অংশ নেবে।